তোমায় নিয়ে যাবো কন্যা : অশোক কুমার আচার্য্য
তোমায় নিয়ে যাবো কন্যা
অশোক কুমার আচার্য্য
তোমায় নিয়ে যাবো কন্যা সাগরসঙ্গমে,
পালতোলা নৌকায় থাকবো দু’জনে
নৌকা এগুবে ধীরলয়ে ঢেউ ভেঙে ভেঙে
বালিহাঁস চক্কর দেবে নৌকার চারিপাশে
ঘোড়ামারা দ্বীপ ঢেউয়ে নাচানাচি করে
কখন ঢুবে কখন ভাসে নিজেও না জানে
দৃশ্য গুলো এতই মধুর দেখবে কেমন?
আমার সাথে না গেলে প্রিয়ে সাগর সঙ্গমে।
—————————————————————–