কবিতা : স্বাধীনতা!
🌱🌱🌱🌱🌱🌱
তরনী বিশ্বাস
🌱🌱🌱🌱🌱
সত্যি! আজ আমরা স্বাধীন ।
শত শত একুশের রক্ত,
সমাজ? কি দেশ? বাঁচিয়েছে ভগবান
তেরাঙ্গ উড়িয়ে, সেটাও বুঝি শক্ত?
স্বাধীনতা…
আমি আজও একুশ
স্বাধীনতা আমারও তো বাক্যে,
তোমার মুখ চেপে, মাগো, নিশিথ একলা পথে
শরীর পিপাসা মেটে সাক্ষে।
হায় নারী, তোর স্বাধীনতা চাই? অধিকার?
ঝাসির রানী, মাতঙ্গিনী, প্রিতিলতা,
পোষাক তোদের স্বাধীনতা চায়?
তোরা জাহির করিস, এসব সেকেলে কথা॥
স্বাধীনতা…..
তোর গনতন্ত্রের রাজা
স্বাধীনতা তোর পেটের ভাত জোগায়?
সমাজতন্ত্র, ভাষণের ভাষা সোজা
কলম আমার কালী তে ভিজে তাই।
আমি একুশ বলছি…
আমার স্বাধীনতা প্রয়োজন
মানুষের থেকে মানুষের স্বাধীনতা
সমাজ আমার আঁচড় কাটছে পিঠে
আমার পিঠে আমারই ভাই-বোন ॥
স্বাধীনতা!!
সত্যি! আজ আমরা স্বাধীন ।
শত শত একুশের রক্ত,
সমাজ? কি দেশ? বাঁচিয়েছে ভগবান
তেরাঙ্গ উড়িয়ে, সেটাও বুঝি শক্ত?
স্বাধীনতা…
আমি আজও একুশ
স্বাধীনতা আমারও তো বাক্যে,
তোমার মুখ চেপে, মাগো, নিশিথ একলা পথে
শরীর পিপাসা মেটে সাক্ষে।
হায় নারী, তোর স্বাধীনতা চাই? অধিকার?
ঝাসির রানী, মাতঙ্গিনী, প্রিতিলতা,
পোষাক তোদের স্বাধীনতা চায়?
তোরা জাহির করিস, এসব সেকেলে কথা॥
স্বাধীনতা…..
তোর গনতন্ত্রের রাজা
স্বাধীনতা তোর পেটের ভাত জোগায়?
সমাজতন্ত্র, ভাষণের ভাষা সোজা
কলম আমার কালী তে ভিজে তাই।
আমি একুশ বলছি…
আমার স্বাধীনতা প্রয়োজন
মানুষের থেকে মানুষের স্বাধীনতা
সমাজ আমার আঁচড় কাটছে পিঠে
আমার পিঠে আমারই ভাই-বোন ॥
স্বাধীনতা!!