জাগরে উদাসী জাগ : জিৎ কুমার বারিক
জাগরে উদাসী জাগ
জিৎ কুমার বারিক
রাত জেগে জেগে ঘড়ির কাঁটার শব্দ শুনতে থাক,
তুই কখনোই শুনতে পাবিনা মানুষের হৃদস্পন্দ।
সবাই যখন ঘুমোয়, তখন শুনিস নিশির ডাক,
কী করে পড়বি সমস্ত মন? পাবিনা মনের গন্ধ॥
তোর হৃদয় তো গগনচারী, দূর নীলে করে বাস,
শান্তিতে থাক, নীল মন তোর ধূসর হতে বাধ্য,
যৌবনের পর্ণ যেদিন ঝরে যাবে একরাশ —
বার্ধক্যের ধূসরে তোর থাকবেনা কোনো সাধ্য॥
বাস্তবতার মাটিতে কখনো নেমে এসেছিস তুই?
যৌবন তোর গ্রাস করছে সেই কল্পনা-বিশ্ব।
সাধ কি জাগে না?—একবার এসে বাস্তবতাকে ছুঁই,
কল্পনা ছেড়ে একবার দেখি বাস্তবতার দৃশ্য॥
চার দেওয়ালের গণ্ডি ছেড়ে আয় ছুটে একবার,
যৌবন এলো তবুও তুই বন্দি আছিস কক্ষে,
মার লাথি মার! দামাল হয়ে ভাঙ রে সকল দ্বার,
বাক্যকে কর্ ক্ষুরধার, তুই সাহস যোগা বক্ষে॥
বাস্তবতার মাটিতে হাঁটবে পায়ে পায়ে মহাকাল,
পুব আকাশে তুইতো আনবি একটি নতুন সূর্য।
অঙ্গ জুড়ে লেপন করবি প্রতিবাদের লাল—
হুংকার ছেড়ে ময়দানে তুই বাজাবি ফের তুর্য॥
আসমদ্রহিমাচল জিতে দেশ দেশান্তর—
দাপাবি তুই, আসলে আসবে সামনে হাজার ঝক্কি।
দেখছে সবাই তুইতো আছিস কল্পনায় বিভোর,
বল উদাসী, তোকে এবার বলবে সকল লোক কী?
★★★★★★
রচনাকাল : ইং ২০\০৩\২০২৫
কবি পরিচিতি
কবি জিৎ কুমার বারিক
বাংলা সাহিত্যাকাশের এই নবাগত তরুণ কবি জিৎ কুমার বারিক জন্মগ্রহণ করেন ১৪১৩ বঙ্গাব্দের ২রা শ্রাবণ (ইং-19.07.2006) ভারতের বর্তমান রাজধানী নিউ দিল্লির এক সরকারি হাসপাতালে। কবির পৈতৃক ভিটে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত পারোই গ্রামে।
কবির পিতা স্বর্গীয় ননীগোপাল বারিক, মাতা অঞ্জলী বারিক।
কবির শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কাছে। পরে গৃহ শিক্ষকের কাছে শিক্ষার শুভ সূচনা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালে ভর্তি হন গ্রামের নিকটবর্তী সামসারা পাটপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বর্তমান কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।
কবি সাহিত্য জগতে পদার্পণ করেন মাত্র ১৫ বছর বয়সে। কবির প্রথম প্রকাশিত কবিতা ‘প্রেমের বসন্ত’ যা ‘সাহিত্য মেলা’ নামক ত্রৈমাসিক পত্রিকায় প্রকাশিত হয় নববর্ষ সংখ্যায়। এপার বাংলা ওপার বাংলার বেশ কয়েকটি পত্র পত্রিকায় কবির লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্য চর্চার পাশাপাশি কবির শিল্পচর্চার প্রতি আকর্ষণ রয়েছে।