ছানির জাল
হান্নান বিশ্বাস
গোপাল নগর, অমিয় নারায়ণ পুর, নদিয়া।
গ্যাস জ্বালানি জলের মতো
তবু তখন ভূখা,
এখন হল একশো টাকা
পোড়ায় তবু খোকা।
সিমেন্ট ছিল ধুলোর মত
মানুষ পায়নি ঘর,
পাঁচশো টাকা তবু ইঁটে
গাঁথছে তরতর।
দুটাকা চাল দরে দামে
তরকারি নাই ভাতে,
ভিজে ভাতে নুন লঙ্কা
পেঁয়াজ কুচি পাতে।
কোর্মা পোলাও পিৎজা রসিক
আমরা এখনও হই,
হাল ফ্যাশানের বাবুর পাতে
বিরিয়ানি টক দই।
ধুতি শাড়ি যমের বাড়ি
মান’য়েও বাধে কত,
বেশ কাটে শর্ট কাটে
ঝামেলা নাই অত।
বাটি কাটে দিলীপ ছাটে
কারো রুচি নাই,
তালুর চুলে কদম ফুলে
ধনী নাপিত ভাই।
বাক্ বন্দুক ভাঙ্গে সিন্দুক
মুনাফা করতে জয়,
পশুর দলে দন্তে ছেঁড়ে
যেন জঙ্গল নির্ভয়।
নেশায় নেশায় ভু’লে আলেয়ায়
মানুষ মত্ত রঙে,
দিনের আলোয় চোখ ঝলসায়
কেবলই কীর্তি ঢঙে।
জাল ভেজালে তাল মাতালে
মানুষ বেসামাল,
ফিরবে নাকি স্বচ্ছ আঁখি
কেটে ছানির জাল?
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]