গান:-বিসর্জন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
যাচ্ছে উমা শ্বশুর বাড়ি কেঁদে ওঠে মন,
চোখেরজলে ভাসছে সবাই আজকে বিসর্জন ;
ঢাকের কাঠি,বিসর্জনে বিজয়ার-ই সুর,
দশমিতে হলো সবার হৃদয় ব্যথাতুর,
ধনুচি আর ঢাকের বুলি উঠছে সারাক্ষণ ;
চোখেরজলে ভাসছে সবাই আজকে বিসর্জন।।
শিবের কাছে যাচ্ছে উমা ফিরবে বছর পরে,
কৈলাসেতে উমাপতি একা বসে ঘরে,
অসুর বধে দূর্গা রূপে মর্তে উমা এলো,
দশমিতে দমন করে স্বামীর ঘরে গেলো,
সকাল থেকে সবার ঘরে তাইতো আয়োজন!
চোখেরজলে ভাসছে সবাই আজকে বিসর্জন।।
কবি ওয়াহিদা খাতুন
রচনাকাল:-১৫/১০/২০২১ বিকেল ৩টা ১৫ মিনিট।