ছড়া : রাতের বেলা চাঁদ উঠেছে
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 কামরুল ইসলাম সিয়াম
🌱🌱🌱🌱🌱🌱🌱
রাতের বেলা চাঁদ ওঠেছে
ঘুমিয়ে আছে সবাই
একলা জেগে চাঁদ দেখা কী
আমার পক্ষে শোভায়
রাতের বেলা চাঁদ ওঠেছে
ঘুমিয়ে আছে সবাই
একলা জেগে চাঁদ দেখা কী
আমার পক্ষে শোভায়
মা এসেছে ডাকতে আমায়
চলরে খুকু ঘরে
একলা ফেলে কেমন করে
যাবো আমি ঘরে
চলরে খুকু ঘরে
একলা ফেলে কেমন করে
যাবো আমি ঘরে
খুকু ঐ যে রে দেখ
জোনাকিরা গাইছে মধুর গান
চাঁদ কী ভাবে একলা হলো
শুনবে রাত্রি ভরে গান
জোনাকিরা গাইছে মধুর গান
চাঁদ কী ভাবে একলা হলো
শুনবে রাত্রি ভরে গান
চাঁদের মতো নিবিড় বন্ধু
আর তো কেহ নাই
রাত পোহাল সকাল হলো
চাঁদ এখন কোথায়?
আর তো কেহ নাই
রাত পোহাল সকাল হলো
চাঁদ এখন কোথায়?