চোখের খবর
কবি বিমল মন্ডল
কবি বিমল মন্ডল
সারি সারি সবুজের সংসার
মেলে ধরে অনবদ্য আঁচল
আনন্দে মাতোয়ারা
কত রকমের চারাপোনা
আনন্দে পাগলপারা।
ধুরন্ধর বক
জাতিসংঘের শিকারী
খাদ্যের পিয়াসী নেশা
জাতিসংঘের শিকারী
খাদ্যের পিয়াসী নেশা
গেঁড়ি, গুগলি সুসনী ঘুমে
অচেতন কাদা মাখা শরীরে
অচেতন কাদা মাখা শরীরে
শামুকের প্রেম ডিমের নীরবে
নীলাকাশে সূর্য স্নান সারে
নীলাকাশে সূর্য স্নান সারে
গাছে গাছে ঘুঘু পাখি
সবুজের গান গায়
সবুজের গান গায়
চারদিক অন্ধকার
মাকড়সার দল বসে
শালুকের স্টলে ভ্রমরেরা খেলে
মাকড়সার দল বসে
শালুকের স্টলে ভ্রমরেরা খেলে
কালো মেঘ সানাই বাজায়
চোখ ধরেছে
খবরের নেশায়।
চোখ ধরেছে
খবরের নেশায়।
বিমল মণ্ডল
গ্রাম+পোস্ট-চৌদ্দচুলী
থানা-খেজুরী
জেলা-পূর্বমেদিনীপুর
পিন-৭২১৪৩২
মোবাইলনম্বর-৮৭৬৮৫২৭০৭০
bimalmondalpoet@gmail.com
গ্রাম+পোস্ট-চৌদ্দচুলী
থানা-খেজুরী
জেলা-পূর্বমেদিনীপুর
পিন-৭২১৪৩২
মোবাইলনম্বর-৮৭৬৮৫২৭০৭০
bimalmondalpoet@gmail.com