কবিতা: অন্তর্দাহন তাপ
কবি : পার্থদীপ সমাজদার
তুমি আসবে জানি একদিন ফিরে,
সময় নদীর তীরে, পড়ন্ত গোধুলির-
রক্তিম আলোয় নিজেকে রাঙিয়ে নিতে,
এই রূপসী বাংলার সবুজ গালিচায়,
কাশ ফুল দুলে যাওয়া সন্ধ্যা রাগের-
গানটি ধরে, শিউলির সুবাস মেখে,
এই শাপলা-পদ্মের তীরে, নীলাকাশ
তলে, নিজ জীবনের শেষ প্রতিবিম্বে,
জীবনের সব অংক মিলাবার শেষ
সম্বল নিয়ে;
কিন্তু হায়, সময় নদে
বয়ে চলা ঢেউ ফিরে কবে আসে তীরে?
জীবনের সব অপূর্ণতাকে দেখবে,
জীবনের কোলাহলের ভীড়ে, দীর্ঘ শ্বাসে
চাওয়া পাওয়ার সব হিসেব যাবে
সময় নদে বয়ে!
যা এনেছিলে সাথে
তাই রেখে গেলে এই জনঅরণ্যের
ভীড়ে; আপনারে রেখে বঞ্চিতের দলে!
জীবনের চাওয়া পাওয়ার অংকটা
মেলাতে মেলাতে জীবন অংকটা গ্যাছো
ভুলে; শুধু তুমি নও- আমিও
আছি সেই দলে!
ভালোবাসিনি কখনো
এই পঞ্চভূতের দলে, দেখিনি চেয়ে
রূপ-লাবণ্য-স্নেহ-প্রেম- ভালোবাসায়
যারা জীবন দিয়েছিল গড়ে, আপন
ত্যাগে আপনারে দিয়েছে বিলায়ে বিশ্বে;
আজ তাদের কাছেই দিয়ে যেতে হবে।
অন্তিম পরিচয় – আপন কর্তব্যের
সব খতিয়ান তিলে তিলে আপনার
ব্যর্থতার সু-তীব্র অন্তর্দাহন তাপে!
সময় নদীর তীরে, পড়ন্ত গোধুলির-
রক্তিম আলোয় নিজেকে রাঙিয়ে নিতে,
এই রূপসী বাংলার সবুজ গালিচায়,
কাশ ফুল দুলে যাওয়া সন্ধ্যা রাগের-
গানটি ধরে, শিউলির সুবাস মেখে,
এই শাপলা-পদ্মের তীরে, নীলাকাশ
তলে, নিজ জীবনের শেষ প্রতিবিম্বে,
জীবনের সব অংক মিলাবার শেষ
সম্বল নিয়ে;
কিন্তু হায়, সময় নদে
বয়ে চলা ঢেউ ফিরে কবে আসে তীরে?
জীবনের সব অপূর্ণতাকে দেখবে,
জীবনের কোলাহলের ভীড়ে, দীর্ঘ শ্বাসে
চাওয়া পাওয়ার সব হিসেব যাবে
সময় নদে বয়ে!
যা এনেছিলে সাথে
তাই রেখে গেলে এই জনঅরণ্যের
ভীড়ে; আপনারে রেখে বঞ্চিতের দলে!
জীবনের চাওয়া পাওয়ার অংকটা
মেলাতে মেলাতে জীবন অংকটা গ্যাছো
ভুলে; শুধু তুমি নও- আমিও
আছি সেই দলে!
ভালোবাসিনি কখনো
এই পঞ্চভূতের দলে, দেখিনি চেয়ে
রূপ-লাবণ্য-স্নেহ-প্রেম- ভালোবাসায়
যারা জীবন দিয়েছিল গড়ে, আপন
ত্যাগে আপনারে দিয়েছে বিলায়ে বিশ্বে;
আজ তাদের কাছেই দিয়ে যেতে হবে।
অন্তিম পরিচয় – আপন কর্তব্যের
সব খতিয়ান তিলে তিলে আপনার
ব্যর্থতার সু-তীব্র অন্তর্দাহন তাপে!