Spread the love

কবি আবদুস সালাম 
******************
আমাদের কঙ্কাল বাসভবন 


কঙ্কালের নীরবতা ভেঙে মাথা চাড়া দিচ্ছে দুঃখ,
মরুভূমির আনন্দ মেখেছি সারা শরীরে!
ক্রমশ ছায়া নেমে আসছে সামুদ্রিক লোনা জলে।
সন্ধ্যাহীন উঠোনে বাজছে হাহাকারের বাজনা;
উৎকট নেলপলিশ আর উগ্র ঠোঁটপালিশ তুফান তুলছে  রেস্তোরাঁ,বারে।
কি জানি, তারা এমন স্বপ্ন কেন দ‍্যাখে!
আগামীকাল হয়তো গণিতেরা  পাড়বে ঘুম,
নিরাকার ভাবনারা  নেমে আসবে মহাশূন্যে গভীরে,
বিষন্ন দেবতারা মূর্তি ভাঙার শব্দে  ঝেড়ে ফেলবে স্বর্গসুখ।
কঙ্কালের জিভেও জল আসছে রক্তহীন শূন‍্যতায়,
দুঃখেরা  বাসরঘরে  মাতোয়ারা মৃত ফুলের উৎসবে, 
রক্তাক্ত আকাশ আর বালুঝড়ে সভ‍্যতা ডানা মেলছে।
আদর্শবান মূর্খরা ছিঁড়ে ফেলছে চুল!
ভ্রাম্যমাণ দেওয়ালে পুঁতে দিচ্ছে ঔপনিবেশিক পতাকা,
মনখারাপ দিয়ে বাসা বাঁধছি বিরহপাড়ায়।
  @@@
মৃত্যুর পসরা নিয়ে বসে আছি মৃত্যুর আঙিনায়
আবদুস সালাম
মৃত্যুর পসরা নিয়ে বসে আছি পৃথিবীর আঙিনায়,
হরিলুটের মতো কাড়াকাড়ি পড়ে মৃত্যুর বাতাসা,
জেগে ওঠে এভাবেই মৃত্যুর অলৌকিক পাহাড়।
হুংকারে হুংকারে কেঁপে উঠবে মহল্লা,
দাহহীন যৌবনের স্তব্ধ ভাইরাস! জেগে ওঠে হাহাকারের দ্বীপে;
মহাসমোরোহে পালিত হবে আমাদের মৃত্যু দিন।
ভালোবাসার আকাশে শ্রাবণের ঘনঘটা,
হুংকার ছাড়ছে মেঘেরা,
থেমে থেমে ঝরে পড়ছে রক্তবৃষ্টি।
                                  
আমাদের অস্তিত্ব খুঁজি রক্ত সমৃদ্ধ বলয়ে,
সুদীর্ঘ সমাধির পাশে শব্দ হীন রৌদ্রক্লান্তছায়া।
নীরব বাতাসে দুঃস্বপ্নের কালোরাত উঁকি মারে।
নষ্ট শব আর হাড়মাংসের কলরব ভাসে মহল্লায় মহল্লায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *