হাতে খড়ি
বিধান চন্দ্র হালদার
আমি কাঁটার উপর অবিরাম হেঁটে চলেছি
দুটি পা রক্তে ভেজা
তবু হেঁটে চলেছি নির্বাক তরঙ্গ যুদ্ধে ।
জীবনের শেষ ঘন্টা বাজার মুহূর্তেও
পুরো শরীরটা রক্তে ভেজা
তবুও হেঁটে চলেছি জ্বলন্ত মোমবাতি যুদ্ধে ।
আমি ভুলে গিয়েছিলাম
থুতু দিয়ে কোনো কিছু আটকানো যায় না
আমি ভুলে গিয়েছিলাম
কালিহীন পেন কোনো কাজে আসে না
আমি ভুলে গিয়েছিলাম
নিভন্ত পঞ্চপ্রদীপ আরতির কোনো কাজে লাগে না
প্রয়োজন আগুনের ফুলকি
আর স্বপ্নের রঙ মশাল
স্বপ্নের পোড়া ফুলকি হয়ে কী লাভ !
ইস ! যদি বিদ্যাসাগরের কাছে হাতে খড়ি নিতাম
তাহলে মাথা উঁচু করে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে শিখতাম
এইভাবে ইঁদুরের গর্তে যখন তখন ডুকে পড়তাম না!
সময়ের দর্পণ কবি
বিধান চন্দ্র হালদার
কাকদ্বীপ
শান্তি নিকেতন
কবিতা কুঞ্জ
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]