হারানো স্বপ্ন
শ্যামল অধিকারী।
নিঝুম রাতে এক সতর্ক সাইরেন বাজে,
বলতে চায় হারমোনিয়াম টা বোঝো না কেন আমাকে?
স্তব্ধতার সুর আজ বহুদূর,
তবলচীটা ও পড়েছে বিপাকে।।
তানপুরার শিরা উপশিরা গুলো তে পড়েছে টান,
আমার হৃদয় অন্তরালে স্ট্রাজেডি আর অভিমান।
ক্ষত – বিক্ষত হল স্বপ্নাশা,
ইনস্ট্রুমেন্ট হল প্রানের টান।।
বলতে চায় হারমোনিয়াম টা বোঝো না কেন আমাকে?
স্তব্ধতার সুর আজ বহুদূর,
তবলচীটা ও পড়েছে বিপাকে।।
তানপুরার শিরা উপশিরা গুলো তে পড়েছে টান,
আমার হৃদয় অন্তরালে স্ট্রাজেডি আর অভিমান।
ক্ষত – বিক্ষত হল স্বপ্নাশা,
ইনস্ট্রুমেন্ট হল প্রানের টান।।
“” “” “” “” “” “
থানা-কাঁথি
জেলা-পূর্ব মেদিনীপুর।
থানা-কাঁথি
জেলা-পূর্ব মেদিনীপুর।