জীবন সত্য
শৈবাল চক্রবর্তী
__________________
সত্যটাকে মিথ্যা দিয়ে
যায়না যেমন চাপা
সমুদ্রনীর যায়না যেমন
মাপক দিয়ে মাপা ।
তেমনি সবার জীবনপথে
নেইকো দুখের শেষ
তবু তাকে দিয়ে ফাঁকি
থাকবে সুখের রেশ।
নিরানন্দ আছে বলেই
আনন্দটার দাম
দুখের বাঁশী বাজেবলেই
সুখের পরিত্রান।
চারিদিকে যখন সবার
ঘনিয়ে আসে কালো
তারই মাঝে আনন্দস্বাদ
তাইতো লাগে ভালো ।
তাইতো বলি সকল কিছুই
সইতে হবে বইতে
তবেই জীবন মঙ্গলময়
ধরণীতে রইতে ।