কবিতা : সর্বশ্রেষ্ঠ জীব মানুষ
✍️শিপ্রা দে✍️
সর্বশ্রেষ্ঠ জীব হল মানুষ,
সেই মানুষকেই অনাদরে , অভাবে, অনটনে, অবহেলায় করা হচ্ছে শেষ । আমাদের দেশ এখন বেকারত্বের জ্বালায় ধুঁকছে ,
বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে ,
চাই যে যার যোগ্যতা অনুযায়ী কাজ । আর যেকোন ধরনের নেশা-মদখাওয়া , ধূমপান, আরো অনেক কিছু বন্ধ করা। তাহলেই হবে মানুষের নবজম্ম,
মানুষ আবার সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে প্রতিষ্ঠিত হবেই হবে।।