শিপ্রা দে
শেষ লিখাটা যাবো লিখে
যখন আমি থাকবো না , তাতেই কিছু হবে সৃষ্টি , মনটা আমার থাকবে ভরে , কি যে লিখি জানি না আমি নিজেও তা বুঝি না। মন যা চায় লিখে ফেলি ,
মন যা চায় খুঁজে বেড়াই,
সবই আমার মনের ব্যাপার,
মন যা বলে করে ফেলি ,
মন বলছে লেখো , সেটাই করে ফেলি , মনের বাইরে কেহ নহে , দেহের মধ্যেই মন, মন বেরিয়ে গেলে দেহ শেষ,
দেহের নিজস্ব কোনও অস্তিত্ব নেই ।।
কবিতা -শেষ লিখাটা