হেমন্ত এসেছে
রেহানা চৌধুরী
✍️✍️✍️✍️✍️✍️
হেমন্ত এসেছে
হেমন্ত এসেছে,
প্রকৃতি ডেকে
আমায় বলেছে।
হেমন্ত এসেছে,
প্রকৃতি ডেকে
আমায় বলেছে।
হেমন্তের আগমনি
বার্ত শুনেছি আমি
প্রজা প্রতির কাছে,
ভোরের শিশির ভিজা
সবুজ গাসের ডগায়
গাস ফড়িংয়েরা নাচে।
বার্ত শুনেছি আমি
প্রজা প্রতির কাছে,
ভোরের শিশির ভিজা
সবুজ গাসের ডগায়
গাস ফড়িংয়েরা নাচে।
মুক্তার দানার মতো
শিশিরের বিন্দু গুলো
হেমন্তের রোদে হাসে,
অল্প অল্প শীত লাগে
হেমন্ত সকালে হিম বাতাসে।
শিশিরের বিন্দু গুলো
হেমন্তের রোদে হাসে,
অল্প অল্প শীত লাগে
হেমন্ত সকালে হিম বাতাসে।
পাখিরাও গলা চেড়ে
গান গায়
ভোরর আলোতে,
দরজার পাট গাছের
পাতা গুলো উঠেছে মেত।
গান গায়
ভোরর আলোতে,
দরজার পাট গাছের
পাতা গুলো উঠেছে মেত।
হেমন্তর সাথে যেনো
হিমেলও এসেছে,
আমার রূপসী বাংলাকে
তারা ভালোবসেছে।
হিমেলও এসেছে,
আমার রূপসী বাংলাকে
তারা ভালোবসেছে।