রংধনু
🌱🌱🌱🌱
ফেরদৌসী খানম রীনা
🌱🌱🌱🌱🌱🌱🌱
🌱🌱🌱🌱
ফেরদৌসী খানম রীনা
🌱🌱🌱🌱🌱🌱🌱
নীল আকাশে সাতটি রঙে
রংধনুর ঐ খেলা,
দেখে দেখে চলে গেল
সোনালী বিকেল বেলা।
রংধনুর ঐ খেলা,
দেখে দেখে চলে গেল
সোনালী বিকেল বেলা।
রংধনুর সাতটি রঙ
দেখতে লাগে বেশ,
মুগ্ধ হয়ে পুলকিত মনে
শেষ হয় না তার রেশ।
দেখতে লাগে বেশ,
মুগ্ধ হয়ে পুলকিত মনে
শেষ হয় না তার রেশ।
লাল, নীল, সাদা, কালো
হলুদ আর বেগুনী,
সব রঙই লাগে ভালো
গোলাপিও সুন্দর জানি।
হলুদ আর বেগুনী,
সব রঙই লাগে ভালো
গোলাপিও সুন্দর জানি।
এত রঙের ভিড়ে
মন হয়ে যায় উদাসি,
চোখের পলক পড়ে না তাই
দেখতে ভালোবাসি।
মন হয়ে যায় উদাসি,
চোখের পলক পড়ে না তাই
দেখতে ভালোবাসি।
রংধনুর সাতটি রঙে
আকাশ করে ঝিলমিল,
মনের সাথে রয়েছে তার
অনেক অনেক মিল।
আকাশ করে ঝিলমিল,
মনের সাথে রয়েছে তার
অনেক অনেক মিল।
মন আকাশে রংধনুর
পড়লো বুঝি ছায়া,
সাতটি রঙের মাঝে মিল
খুঁজে যায় না পাওয়া।
পড়লো বুঝি ছায়া,
সাতটি রঙের মাঝে মিল
খুঁজে যায় না পাওয়া।
নীল – নীলিমার ছোঁয়া পেয়ে
সাজলো আজ আকাশ,
মৃদু সমীরণে বইছে তাই
স্নিগ্ধ কোমল বাতাস।
সাজলো আজ আকাশ,
মৃদু সমীরণে বইছে তাই
স্নিগ্ধ কোমল বাতাস।
সাতটি রঙে রঙধনু
কেড়ে নিলো মন,
নীল আকাশপানে চেয়ে চেয়ে
উদাস সারাক্ষণ।
কেড়ে নিলো মন,
নীল আকাশপানে চেয়ে চেয়ে
উদাস সারাক্ষণ।
ভাবনা তাই উদাস নয়নে
স্মৃতিরা পড়লো মনে,
তোমার কথা ভাবি শুধু
এই আমি আনমনে।
স্মৃতিরা পড়লো মনে,
তোমার কথা ভাবি শুধু
এই আমি আনমনে।