Spread the love

জীবন সংগ্রাম 
             #  প্রদীপ কুমার সামন্ত  #
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকে
প্রতিনিয়ত জীবন যন্ত্রণা ভোগ করতে হয়
                এরই নাম জীবন
                 এরই নাম জীবন সংগ্রাম ।
চারিদিকে চলছে শুধু ভাঙনের শব্দ
দারিদ্র , লাঞ্ছনা, বিভীষিকার প্রতিচ্ছবি
         স্বস্তি নেই এখানে এতটুকু
চারিদিকে শুধু ক্লান্তি আর ব্যথার পাহাড়  ।
খুন, ধর্ষণ, অন্যায়- অবিচার
রাহাজানি, ছিনতাই , সন্ত্রসবাদ
চারিদিকে হুমকি দিচ্ছে প্রতিক্ষণে
       তাই চলে কত দ্বন্দ্ব, কত যুদ্ধ
কত রক্তপাত, কত রক্তাক্ত সংগ্রাম ।
ম্যাসান্যায়ের প্রভাব প্রতিক্ষণে
        শিক্ষার নামে দুর্নীতি
         জাতির নামে বজ্জাতি
সংস্কৃতির পাশে অপসংস্কৃতি
        সমাজকে করেছে কলুষিত ;
এর থেকে মনে হয় পৃথিবীতে না জন্মে
জরায়ুতে ভ্রুণাবস্হায় থাকাটাই শ্রেয় ছিল ।
=====================================
প্রেরক-প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *