নভশ্চর
কৃষ্ণকলি বেরা
________________
সন্ধ্যা নামছে,
নামছে চোখের নীচের
বলিরেখায়,
মাথার চুলের রুপোলি সুতোয়,
গালের দুপাশের মেছেতার
দাগে।
ধীরে ধীরে ফুটে উঠছে
দু-একটি তারা কুঁচকে
যাওয়া হাতের চামড়ায় ।
এই কি তবে ফুরিয়ে যাওয়া?
এর পর রাত গভীর হলে
একে একে খসে পড়বে
জীবন চক্রের এক একটি
পাতা শীতের ঝরে যাওয়া গাছের মত।
মাটিতে পড়ে থাকা শুকনো স্তৃতির খসখস মিলিয়ে যাবে কোনো এক অজানার শুণ্য ছাদে।
সবই যে চক্রে আটকা
শীতলতার প্রান্তদেশে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]