Spread the love
                 আধুনিক জীবন 
                       ————-

              দিলিপ কুমার গরানী
               ****************
নিশ্চয়তার সরু সুতায় বাঁধা প্রাণ;
আর জীবন একটা ভালোবাসাহীন মজে যাওয়া নদী।
বেদনা আর বিষন্নতার বাতাসে সদা দুলছে ধূসর হয়ে যাওয়া সম্পর্কগুলো –
যেখানে বৃদ্ধাশ্রম একটি অন্তিম জীবনের চপেটাঘাত।

ক্রোধ ও হিংসার বহ্নিশিখায় ছাই হয় আগামী দিনের মাতৃত্ব;
বিভেদের চোরাবালিতে ডুবে যায় ভ্রাতৃত্ববোধ;
দেশের জনতা যেন কিছু শেখানো
বুলির টিয়াপাখি,
আর নেতা যেন ধান্নাবাজী ও ঠকবাজি মিশ্রিত নির্বাচিত শব্দের চলন্তিকা।
কয়েকটি উন্মাদিনী মা অমানবিকতার ছাই ঘেঁটে চাঁদ খুঁজছে,
কিন্তু পৃথিবীর ভাগ্যাকাশে তো মানবিকতার অমাবস্যা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *