তোমার হাত ধরে
*এস.এ.ইসলাম*
তোমার হাতটা ধরে হেঁটেছি আমি
জীবনের বহু বছর.
সবুজ শ্যামল অরণ্য পেরিয়ে
দিয়েছো নতুন জীবন..
তোমার চোখেতে চোখ রেখে
লিখেছি কত গান.
সুরে সুরে তা বলতে গিয়ে
কেঁদে উঠেছে প্রাণ.
যখন তুমি চলে যাবে
আসবে না আর ফিরে
কথাগুলো ভেবে গভীর রাতে
কেঁদে উঠেছি ক্ষণে ক্ষণে…
আজ তুমি আছো গভীর ঘুমে
ডেকেছি তোমার অশ্রু ঝরে.
বলনি তুমি একটি কথা
অভিমান করে গিয়েছো একা..
====================