বিশ্বগুহা
ডা:তাপসী ভট্টাচার্য্য
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 স্বদেশের কালির দোয়াতটা গেছে উল্টিয়ে
চারিদিকে কালি ছিটিয়ে
সাদা জায়গায় ভরেছে কালোয়
নতুন রঙে নতুন চিত্র উঠেছে ফুটে
সুরেলা বাঁশির সুর আজ দন্ডের আওয়াজ
প্রীতি ভালবাসায় তাল ঠোকে হিংসা
চারিদিকে অনাচার অবিচার অন্যায়ে ঘিরে
আলো খোঁজে তারি মাঝে গভীর অন্ধকারে।
মানুষ তো স্বাধীন হয়েই জন্মায়
চলমান জীবনে হাজার শৃঙ্খল বাঁধা
চারিদিকে কালি ছিটিয়ে
সাদা জায়গায় ভরেছে কালোয়
নতুন রঙে নতুন চিত্র উঠেছে ফুটে
সুরেলা বাঁশির সুর আজ দন্ডের আওয়াজ
প্রীতি ভালবাসায় তাল ঠোকে হিংসা
চারিদিকে অনাচার অবিচার অন্যায়ে ঘিরে
আলো খোঁজে তারি মাঝে গভীর অন্ধকারে।
মানুষ তো স্বাধীন হয়েই জন্মায়
চলমান জীবনে হাজার শৃঙ্খল বাঁধা
কাশিমবাবার মোহরের লোভ
বিশ্ব গুহায় বন্ধ সবাই।
বিশ্ব গুহায় বন্ধ সবাই।