হৃদিকথা
।।তপনকান্তি মুখার্জি।।
****************
অন্ধকারে ক্ষতবিক্ষত হচ্ছি নিজে ,
সামনে পড়ে প্রেমিকার নীলখাম –
আত্মসমর্পণ নাকি আত্মসমর্থন ?
মনে জ্বলছে দাউদাউ আগুন ,
ঠিক আমাজনের মতো ।
এতো আলো একসাথে দেখিনি কখনও ।
আবার পরক্ষণেই নিকষকালো অন্ধকার ,
বিশ্বাস হারালে যা হয় ।
ঝড়ের পর ঝড় , অভিমান , আক্ষেপ ।
হাতে তুলে নি খাম ।
জন্ম আর মৃত্যুর ব্যবধানে দাঁড়িয়ে আমি ।
………
Tapankanti Mukherjee ,
P.O.- Arambagh ,
Dist.- Hooghly ,
সামনে পড়ে প্রেমিকার নীলখাম –
আত্মসমর্পণ নাকি আত্মসমর্থন ?
মনে জ্বলছে দাউদাউ আগুন ,
ঠিক আমাজনের মতো ।
এতো আলো একসাথে দেখিনি কখনও ।
আবার পরক্ষণেই নিকষকালো অন্ধকার ,
বিশ্বাস হারালে যা হয় ।
ঝড়ের পর ঝড় , অভিমান , আক্ষেপ ।
হাতে তুলে নি খাম ।
জন্ম আর মৃত্যুর ব্যবধানে দাঁড়িয়ে আমি ।
………
Tapankanti Mukherjee ,
P.O.- Arambagh ,
Dist.- Hooghly ,