জাগো নবীন ছাত্রসমাজ
– কবি ডা.মিজান মাওলা।
**********************
জাগো নবীন জাগো ছাত্রসমাজ
জাগো আর ঘুমাবে কত?
দেখো দূর্নীতিতে ভরে গেছে
সমাজটা আজ হিংস্র থাবার মতো।
বুদ্ধি বিবেক নিয়ে জাগো
বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো,
ভুলিয়ে দাও গুড়িয়ে দাও
আছে দূর্নীতি বাজ যতো।
জেগে ওঠো গর্জন ছেড়ে 🦁 🐅
হুংকার দিয়ে সিংহ বাঘের মতো,
বীরের মতো সংগ্রাম করে
পরাধীন কে মুক্তি দিলো কতো।
সূর্যের মতো জেগে উঠো
আঁধার মুছে দাও আলো,
অগ্নি বীনায় জ্বলে ওঠো
পুড়িয়ে দাও সব কালো।
জেগে ওঠো সাহস ভরে শক্তি নিয়ে
দামাল ছেলেরা প্রতিবাদী কতো,
ভয় ভীতি নয় এগিয়ে চলো
ছাত্র নবীন আছে যতো।
চেতনায় ওঠো জেগে বায়ান্ন
আর একাত্তরের মতো,
তোমরা জাগালে প্রেরণা বাঁচবে
সমাজ ঘুঁচবে দেশের ক্ষত।
ফুলের মতো ফুটে ওঠো
ভরিয়ে দাও সমাজটাকে ঘ্রাণে,
আশার প্রদীপ জ্বলে উঠো
জাগাও আশা মনে প্রাণে।