ছায়া ব্যথা
গাছের গায়ে কতো ব্যাথা জানো?
গাছেরা ছায়া ছায়া ব্যাথা কথা বলে।
অরণ্যের মায়াবী ডাল চাতক পাখীর মতন চায়
চল্লিশ হাজারের প্রাণে কতো কুঠার লাগে?
অন্ততঃ ষাট হাজারে নীড়হারা
বাস্তুচ্যুত।এখানে এন.আর.সি. লাগবে না?
ক্ষমতার দম্ভ ঘাসবনে। সাদা সাদা কিছু
ছেঁড়াছেঁড়া ঘাস
সবুজের একটুকরো স্বপ্নে–
একটা মাতাল নদী আমার বুকের কাছে টলছে
একবার এদিক ওদিক টলোমলো
নদী তো ধারাই খোঁজে।
গাছেরা ছায়া ছায়া ব্যাথা কথা বলে।
অরণ্যের মায়াবী ডাল চাতক পাখীর মতন চায়
চল্লিশ হাজারের প্রাণে কতো কুঠার লাগে?
অন্ততঃ ষাট হাজারে নীড়হারা
বাস্তুচ্যুত।এখানে এন.আর.সি. লাগবে না?
ক্ষমতার দম্ভ ঘাসবনে। সাদা সাদা কিছু
ছেঁড়াছেঁড়া ঘাস
সবুজের একটুকরো স্বপ্নে–
একটা মাতাল নদী আমার বুকের কাছে টলছে
একবার এদিক ওদিক টলোমলো
নদী তো ধারাই খোঁজে।
******************