ঘরটা অরণ্য ছিল
✍️কৃপাণ মৈত্র✍️
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল ফুল। বৃতি, দল,
পাপড়ির ছড়াছড়ি ,তবুও কি যেন নেই।
পাপড়ির ছড়াছড়ি ,তবুও কি যেন নেই।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল পাখি। ডানায়
পৃথিবী জয়। শূন্যে শাখা-প্রশাখা মেলা অন্য জগৎ ।
পৃথিবী জয়। শূন্যে শাখা-প্রশাখা মেলা অন্য জগৎ ।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল মাঠ। সবুজ সবুজ
কত প্রাণ।মেঘ, পাখি, ফুলের নিত্য আনাগোনা।
কত প্রাণ।মেঘ, পাখি, ফুলের নিত্য আনাগোনা।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল নদী ।চঞ্চল গতি
প্রতি তট ছুঁয়ে।পাখি ,ফুল মেঘেদের নিত্য অবগাহন ।
প্রতি তট ছুঁয়ে।পাখি ,ফুল মেঘেদের নিত্য অবগাহন ।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল ঘর। স্নেহ, মায়া-
মমতার আঁতুড়ঘর। পার্থিব অপার্থিব মেলবন্ধন।
মমতার আঁতুড়ঘর। পার্থিব অপার্থিব মেলবন্ধন।