Spread the love

ঘরটা অরণ্য ছিল 

✍️কৃপাণ মৈত্র✍️
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল ফুল। বৃতি, দল,
পাপড়ির ছড়াছড়ি ,তবুও কি যেন নেই।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল পাখি। ডানায়
পৃথিবী জয়। শূন্যে শাখা-প্রশাখা মেলা  অন্য জগৎ ।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল মাঠ। সবুজ সবুজ
কত প্রাণ।মেঘ, পাখি, ফুলের নিত্য আনাগোনা।
ঘরটা অরণ্য ছিল হয়ে গেল নদী ।চঞ্চল গতি
প্রতি তট ছুঁয়ে।পাখি ,ফুল মেঘেদের নিত্য অবগাহন ।
ঘরটা অরণ‍্য ছিল হয়ে গেল ঘর। স্নেহ, মায়া-
মমতার আঁতুড়ঘর। পার্থিব অপার্থিব মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *