ব্যথিত পৃথিবী🌎
☀️রেবা সাঁতরা☀️
পৃথিবীটা কি বিষ খেয়েছে ?
তবে কেন ও নীল হয়ে যাচ্ছে?
শ্লথ গতিতে গড়িয়ে যাচ্ছে মৃত্যুর দিকে।
কেমন ঠান্ডা নিথর অচল হয়ে পরছে।
প্রানের গান নেই তার।
কোকিল ডাকে না আর!
ময়ূর নাচে না এখন বৃষ্টির ছন্দে।
বার বার আসছে তো ঝেঁপে বৃষ্টি।
বার বার! কুকুরের কেঁউ কেঁউ চিৎকার।
বেড়ালের কান্না।
শৃগালের ডাক!
পৃথিবীর বড় বিকার আজ!
নেই তার মুক্তি!
চিলের চোখ নিয়েও স্বচ্ছ দেখিতে পাই না। কুয়াশার চাদরে নিয়েছে ঢেকে নিজেকে।
নিজেকে সে অজগরের মুখে দিতে চায় মন্থর গতিতে।
যেন দেখতে চায় লালায়িত ক্ষুধিতের খাদ্য পিপাসা।
ঐ ঐ ঐযে কয়জন শ্রমজীবি চলেছে দলবেঁধে। ওদের মধ্যে বুড়ো রাও আছে।
এই দারুণ কুৎসিত হিমেল দিনে।
বেঁচে থাকার তৃষ্ণা!
টিকে থাকার প্রতিযোগিতা।
শূকরের শূকরীর লোমের মত খাড়া খাড়া তীব্র জীবন যন্ত্রনা।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});