ভালবাসার আত্মার কথা
✍️মালা চ্যাটার্জ্জী✍️
তোর মুখ কখনও ভুলতে পারবো না…..
তুই স্বপ্নশালুকের ছোঁয়া বয়ে আনিস হৃদকমলের
গলিতে
আলো, স্বর্ণযুগ শুরু হয়।
মনের আঙিনাতে শিহরণ লেগে থাকে…..
যেন রক্ত গোলাপ ছড়িয়ে
গোপীবাহিনী হেঁটে গেছে মধুর মিলন বৃন্দাবনের
দেশে,
যেখানে প্রেমিকযুগল মুখোমুখি বসে থাকে।
দৃষ্টি সরায় না।
আবীরের ঘ্রাণ । বিছানো চাঁদের গয়না।
পাথরের চাঁই ভাঙে যুবতী ঝরণায়,
মধুর মহুয়া ঢোকে মনের আঙিনায়…….
স্বত্ব সংরক্ষিত @কাব্যপট পত্রিকা