✍️অরূপ হালদার✍️
সীমার ওই আলোক রেখা
ছুটে চলে অন্তে,
আবির রঙে রামধনুতে
মিলতে নব দিগন্তে।
দিনান্তে পাহাড়ে মেশে
আবছা আলো ছায়া,
শঙ্কা গুলো দূরে ঠেলে
জাগায় আলোর মায়া।
বাঁসায় ফেরা পাখি গুলির
কিচির মিচির তান,
মেঘের পিছে ছুটে চলা
জীবন মুখি গান।
গগন ভেদি বৃক্ষ সারি
প্রথম আলো মাখে,
রবি শিশুর পরশ খানি
যখন পড়ে বাঁকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ম্রিয়মানতায় গ্রাস করে
চারি দিক ধার,
ফুটবে আলো প্রভাত বেলায়
কাটিয়ে যে আঁধার।
ক্ষণেক পাওয়ার আশায়
আঁকরে জীবন ধরা,
সময় হলে তাকে আবার
মরু প্রদেশে ছাড়া।
গোধুলি বেলার স্রোতে
মাঠ হতে ঘরে ফেরে,
সোনালী ধানের ছোঁয়ায়
গোলা ঘর ওঠে ভরে।
তমোশা কাটিয়ে আলো
জাগ্রত করে আশা,
বাঁচার লাড়াই এ আসে
জীবন পথের দিশা।।
——————-
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});