আষাঢ় এল ঐ
বিশ্বনাথ সাহা
খোল না এবার জানলাটাকে
দেখতে পাবে দুচোখ ভরে
বৃষ্টি ভেজা সকালটাকে।
টপ টপ টপ ঝরছে কত জল
টিনের চালে গাছের পাতায়
আষাঢ় জলে ভিজে ভিজে
প্রকৃতি আজ নতুন তরুন
যা দেখি আজ সহজ সরল।
জল থৈ থৈ আষাঢ় এল ঐ
পুকুর নদী উঠলো ভরে
হয় যে বৃষ্টি জোরে জোরে
কখনো হয় একনাগাড়ে
কখনো বা মুষলধারে…।
জল থৈ থৈ আষাঢ় এল আজ
খুশীর জোয়ার চাষী ভাইদের
লাগলো মনে, শুরু চাষের কাজ।
© বিশ্বনাথ সাহা
বর্ধমান/৩ আষাঢ় ১৪৩২