আমাদের শরৎ
নীতা কবি মুখার্জী
16/9/2025
শরতের হাওয়া গায়ে মেখে ধরণীতে এলেন আমাদের শরৎ,
বাঙালির ভাঁড়ার পূর্ণ করলেন, তাঁর সৃষ্টি যে অতি মহৎ।
সামতাবেড়ের ছোট্ট ছেলেটি ধন্য করলো মাটি,
অতি দুরন্ত, খামখেয়ালী, লিখেছেন কথা খাঁটি।
শত দারিদ্রকে হার মানিয়ে পরেছেন বিজয়ী হার,
বাঙালি জীবনে দিয়ে গেছেন তিনি অমূল্য উপহার।
বিরাজ বৌ, সব্যসাচী, বিন্দুর ছেলে, দেবদাস, শ্রীকান্তের স্রষ্টা–হে গুণী!
উৎপীড়িতের লাঞ্ছনার কথা অমর কথাশিল্পীর কলম থেকেই শুনি।
সামাজিক শোষনের বিরুদ্ধে কলম ধরেছেন তীক্ষ্ণ বাক্যবানে,
নারী-হৃদয়ের ব্যথার কাহিনী আজও চোখে জল আনে।
শুভ জন্মদিনে শ্রদ্ধার মালাটি দিলাম তোমার গলায়
রাজলক্ষ্মীর অতি প্রিয়জন শ্রীকান্তকে কখনো ভোলা যায়?

আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]