আপনভোলা–সুপর্ণা বোস
————- আপনভোলা——–
********সুপর্ণা বোস********
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম —
যে দু-একজনকে সঙ্গী ভেবেছিলাম,
তারা দেখি উল্টো পথের যাত্রী
হুসহুস করে গাড়িগুলো,
মিলিয়ে যাচ্ছে,
সামনের আলো আঁধারিতে।
আমি এগিয়ে চলেছি
গন্তব্যের দিকে।
খেয়াল হল —
রাস্তা যেন সীমাহীন
নক্ষত্রলোক।
পাশে দিয়ে যাবার সময়,
বাদামি গাড়িটা কাদা দিয়ে ভরিয়ে দিল আমার শরীর।
আমি আবার নতুন মন নিয়ে
হাঁটতে শুরু করলাম।
মনে হচ্ছে অনন্তকাল ধরে
হেঁটে চলেছি।
নিজের সঙ্গে নিজের
যেন প্রতিযোগিতা।
আলোগুলো ছোট হতে হতে,
আবার বড় আকার নিচ্ছে। আমার মনটাও আলোর মতো
কখনও মানুষকে আপন লাগে
কখনও আবার —
অনন্তকালের অচেনা।
আচ্ছা,, আমার ঠিকানাটা
যেন ঠিক কি ছিল?
হঠাৎই মনে হলো,
এটাতো আমার চেনা
পৃথিবী নয়।
আমি যে নিজেকেই
হারিয়ে ফেলেছি —
সঙ্গে আমার শেষ ঠিকানাও।
**************************