Spread the love
                    ভিডিও-কল
                  ।।সাইবানী বর্মন।।
                ✍️✍️✍️✍️✍️✍️
মোর  চ্যাংরা ফেসবুকত চেংরিক কতা কইচে,
হিততি হুততি থাকি —–
কইনার খপরও আসির নাইকচে ৷
মুই স্যলা কইনার বাড়িত প্যাটালুং ঘটক
ফোন করি কইলেক ঘটক——
কইনা কোনা এ্যলা বাড়িত নাই
দিবার চাচে এ্যাকান ফটোক,
ঘটক আসিল মোবাইল ধরি—–
ফটোক আনিল হোয়াটস-অ্যাপোত করি ৷
মুই দ্যাকোং—–হুঁ—–
কইনা টা তো আছে ভাল,
ঘটক স্যলা করিদিল ভিডিও কল —
ছচাং করি কইনাটা তো দ্যাকুলুং ভাল !
হর অ্যালা দ্যাকং —-
কইনাটার কপালোতএ্যাকেনা খাল !
ব্যাটায় কয়,হইলেক-তায়- হইলেক—
কইনাটার  কপালোত এ্যকেনা খাল
শালী দু-কুনা তো আচোলো ভাল ৷
                                 — by Saibani Barman_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *