কবিতা : ময়ূর মন
🌱🌱🌱🌱🌱🌱
অমিত কুমার রায়।
🌱🌱🌱🌱🌱🌱
বনের রূপে মুগ্ধ আমি
মনের কথা কই,
শ্যামল শোভার চিত্র মাঝে
মগ্ন হয়ে রই।
বট অশোকের শাখায় পাতায়
ময়ূর নাচের শোভা,
কাঁঠাল জাম আমের বনে
পেখম মনের বিভা।
নীল পাহাড়ের ছবি আহা
সবুজ কাব্যপট,
ময়ূর মনের নাচন লাগে
সামনে নদীর তট।
চোখের আরাম মনের আরাম
শান্ত স্নিগ্ধ বনে,
শ্যামল ছায়ানট কাব্য লেখায়
সাগর সম মনে ।
ভরা ঘটে হয়না শব্দ
থাকে রত্ন তরল জল,
সেই ঘটেরই সন্ধানেতে
চলরে কবি চল।
—- অমিত কুমার রায়।
ঝিখিরা, জয়পুর, হাওড়া ৭১১৪০১
…………………
মনের কথা কই,
শ্যামল শোভার চিত্র মাঝে
মগ্ন হয়ে রই।
বট অশোকের শাখায় পাতায়
ময়ূর নাচের শোভা,
কাঁঠাল জাম আমের বনে
পেখম মনের বিভা।
নীল পাহাড়ের ছবি আহা
সবুজ কাব্যপট,
ময়ূর মনের নাচন লাগে
সামনে নদীর তট।
চোখের আরাম মনের আরাম
শান্ত স্নিগ্ধ বনে,
শ্যামল ছায়ানট কাব্য লেখায়
সাগর সম মনে ।
ভরা ঘটে হয়না শব্দ
থাকে রত্ন তরল জল,
সেই ঘটেরই সন্ধানেতে
চলরে কবি চল।
—- অমিত কুমার রায়।
ঝিখিরা, জয়পুর, হাওড়া ৭১১৪০১
…………………