Spread the love

ওখানে 
🌱🌱🌱

অঞ্জলি দে নন্দী 
🌱🌱🌱🌱🌱

মম
চল আসি ঘুরে!
ওখানে, বেলুড়ে।
স্বামীজীর স্বপ্ন আজ জাগরিত।
বৈদিক মন্ত্র পবিত্রতায় উচ্চারিত।
শান্তিদায়িনী গঙ্গা সুরে সুরে সুরে…
প্রবাহিতা।
ও তো বঙ্গ দুহিতা।
সংগীতা,
সংহিতা।
কল্লোলিনী গীতা।
অষ্টমীতে ওখানে অঞ্জলি দিয়ে,
মাকে প্রণাম করে,
আশিস পূর্ণ ভোগ নিয়ে,
নিজেকে নিই ভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *