Spread the love

অন্তরাক্ষী
********
তেপান্তর
কোনো-এক অমোঘ টানে জন্ম-ক্ষণের লালিত্যে —-তুমি হও সব’চে বেশি সাবলীল ! তোমার নিষ্কলুষ হাস্য-মুখ, জড়তাহীন অভিপ্রায়; স্বাচ্ছন্দে আলোকিত ((মুখরিত)) করো প্রগাঢ় বিপরীত স্নিগ্ধ সুখ….. নিস্পাপ নিবিড় পরিচয় ঘটাও তোমার কালজয়ী জন্মলগ্নের—- সেই উজ্জ্বল-দিব্যকান্তি দেহ ও মন ! —-ছড়িয়ে-দাও মধু-মাসের মন-মাতানো সুগন্ধি…. তানপুরার মিঠে সুর ! চিরায়ত সময়ের কাছে হার-মানে জীবনের নির্মল শৌখিন পোশাক….. বাস্তবতার বহমান সম্পর্ক, সকল আবেশ…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *