উৎফুল্লতা
***********
দীনবন্ধু দাস
************
ছোট্ট পাখি খাঁচার ভিতর
কিচিরমিচির করে,
বদ্ধ ঘরে মনের দুখে
ছটফটিয়ে মরে।
হঠাৎ একদিন প্রভুর দয়ায়
মুক্তি যে তার মেলে,
খোলা চিত্তে বেড়ায় উড়ে
নীল আকাশের কোলে ।।।
Literature magazine
উৎফুল্লতা
***********
দীনবন্ধু দাস
************
ছোট্ট পাখি খাঁচার ভিতর
কিচিরমিচির করে,
বদ্ধ ঘরে মনের দুখে
ছটফটিয়ে মরে।
হঠাৎ একদিন প্রভুর দয়ায়
মুক্তি যে তার মেলে,
খোলা চিত্তে বেড়ায় উড়ে
নীল আকাশের কোলে ।।।