মন মাঝি
********
সৌভিক নিয়োগী
*********
ওরে ও মন মাঝি ,
দুই বেলা ভাসাস নৌকা
কোন নদীর পাড়ে ?
মনে আশা অনেক বড় …
তারই কি তরে ?
কখনো টেনে নিয়ে যাস
ওই নীল আকাশের মাঝে ,
নতুবা ওই আবির রাঙা রক্তিম সাঁঝে ।
কখনো দূরের ওই হলুদ পাখির কাছে ,
সারা দিন আমার মনটা নাচে ।
তোকে বলি শান্ত থাকতে ,
তবু বাঁধন ভেঙে চলে যাস উড়তে ।
========================
কবি পরিচিতি: –
নাম : সৌভিক নিয়োগী , বয়স ২৪ । বর্তমানে থাকেন বর্ধমানে। একটি আই টি সংস্থাগুলোর সাথে যুক্ত । লেখালেখি শুরু করেন কলেজ জীবন থেকে পরবর্তীকালে বন্ধুদের উৎসাহে লেখার আগ্রহ আরো বারে । ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকায় উনার বিভিন্ন লেখা বেরিয়েছে । ইদানিং ই-মেগাজিন এর গুরুত্ব বাড়ছে তাই তিনি নিজের কিছু লেখা ই-মেগাজিন মাধ্যমেও দর্শকদের কাছে পৌছে দিতে অনলাইন কাব্যপট পত্রিকার সাথে যুক্ত হয়েছেন ।আমার লেখা টপিক সর্বদা সমাজ মুখী কিংবা প্রকৃতি নির্ভর ।