Moral of the story –<<কৃষ্ণকলি বেরা
Moral of the story
কৃষ্ণকলি বেরা
প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ,
প্রতিবাদের গনগনে আগুনে পুড়ে, কালো ধোঁয়া হয়ে উড়ে যায়
প্রতিবাদের কালো ছাই।
বিক্ষোভের ধোঁয়াশায় অমানবিকতার শিকলের
প্রতিফলন ঘিরে ফেলে অস্তগামী গোধূলি সূর্যের ম্লান অবয়ব।
বিদ্রোহ সেখানে শুধু এক প্রতীকি মাত্র।
ন্যায়ের যুপকাষ্ঠ নির্বিকার এক অবয়ব, ফিসফিস বয়ে চলেছে অজানা ভবিতব্যের ভয়ংকর ঘোষনার অভিমুখে।
বিবাগী বৈরাগ্য দোদুল্যমান
প্রাকৃতিক বিপর্যয়ের দূর্বিপাকে।
ঘূর্ণাবর্ত, ঘূর্ণাবর্ত, শুধুই ঘূর্ণাবর্ত।