ভিতরের প্রতিবিম্ব
ফিরোজা খাতুন
———————
মায়াবী ফ্রেমে বন্দী মুকুর ,
প্রলয়ী লবণ ঢেউ, ভিজিয়ে দেয় বারবার,
ভিতরে কুঠারাঘাত, রক্তগোলাপে রক্তক্ষরণ,
যতবার মুছে নিজেকে দেখি
বিভৎস অক্টোপাসের আলিঙ্গন ।
চারপাশে যত বহুরূপী বন্ধন
ব্রততী বল্লরীর উপবন ,
বিদ্রুপের ধূলোঝড়ে বিবর্ণ শুষ্ক,
মরুভূমির বালুঘরের যত ধূসর গল্প ,
মিথ্যে প্রতিফলনের ভাঙা প্রতিবিম্ব।
***********
পোড়া আকাশ
———————
ফিরোজা খাতুন
আগুনের ভয়ে প্রদীপ জ্বালাইনি,
চারপাশে নিশির ডাক,
জঠরে রাহুর গ্ৰাস,হৃদয়ে চন্দ্রগ্ৰহণ
আদিম আঁধারে হারিয়ে গেল কক্ষ ,
জরা পৌষে নিমজ্জিত ফাগুন
সমস্ত শক্তির ধ্রুবক আমার চোখে,
আজ আমি নিজেই আগুন ।
দগ্ধ দহনে হাহাকার জ্বালিয়ে
সূর্যের বুকে হেঁটেছি,
পড়ন্ত বেলায় ফেটে গেল মহা বিস্ফোরণ,
গলে পড়া রক্ত , গোধূলির গায়ে ।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]