(বৃত্ত মুক্ত, সুষম অন্তমিলে) শিরোনাম – আব্বুলিশের বাস্তবে সৃজনে – বনবীথি ব্যানার্জী
(বৃত্ত মুক্ত, সুষম অন্তমিলে)
শিরোনাম – আব্বুলিশের বাস্তবে
সৃজনে – বনবীথি ব্যানার্জী
আব্বুলিশটা এখন দেখি
যখন তখন হাঁকে,
খেলতে খেলতে আব্বুলিশে
রুচি বদল বাঁকে।
একঘেঁয়েতে খেলতে খেলতে
অরুচি খুব লাগে,
তাইতো এখন খেলা ফেলে
আব্বুলিশেই ভাগে।
আজকে একটা কালকে একটা
নতুন কিছু চাই,
আব্বুলিশে আগের খেলা,
বন্ধ আছে ভাই।
প্রেম পিরিতে আব্বুলিশ তো
নতুন কিছু নয়,
বদলে নেব তোমায় আমি
বাধ্য হতেই হয়।
কাজের মাসীর আব্বুলিশে
যন্ত্রণা পাই বড়ো,
হাজার কাজে ব্যস্ত আবার
মাসীর কাজও কর।
আব্বুলিশটা আগে শুধুই
চলত খেলার মাঠে,
এখন দেখি আব্বুলিশে
জীবন বেবাক কাটে।
এখনও ঠিক আব্বুলিশে
অভ্যস্থ নই আমি,
আমার কাছে সততার সাথ
কর্ম করাই দামি।
পছন্দের ঐ তালিকাতে
হারিয়েছি নাম তাই,
বিরামবিহীন ন্যায্য পথে
কর্ম করা চাই।