“এদেশ তোমার আমার”
কার্ত্তিক মণ্ডল
শ্যামল মায়ের আঁচল ঢাকা শান্তির এই দেশ
ইতিহাস যার সাক্ষ বহে প্রেম প্রীতি পরিবেশ
বিবেকানন্দ, নজরুল আর রবীন্দ্রনাথের জন্মভূমি
আত্মীয়তার বন্ধন ভেঙে শত্রুতা করার কে আমি তুমি
যে দেশের বুকে রামকৃষ্ণ আর গৌতম বুদ্ধের আর্বিভাব
অহিংসার বাণী প্রচারিত করে পাপিরে করেছেন মাপ
যে দেশের বুক এতই উদার সবারে নিয়েছে টেনে
পাঠান মোগল হুন খ্রিস্টান বাস করে সম্মানে
সে দেশের বুকে সন্ত্রাস এঁকে অশান্তি যারা করি
কে বা আমি তুমি শ্যামশূল বামী হিংসার কারবারি ।
এ দেশ সভ্য নয়তো নব্য বহু প্রাচীন তার ইতিহাস
ধর্মের নামে মানবতা হেনে নিজেদের করি সর্বনাশ ।
হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ফার্সি
সারা বিশ্বের বিস্ময় জানি জ্ঞান গরিমার আরশি ।
সবার উপরে জন্মভূমি পরম প্রণম্য মাতা
ভগবান আল্লাহ গড্ সব দেবতার দেবতা ।
এদেশ তোমার এদেশ আমার শান্তির মন যার
সে অতি নীচ পুঁতে ভেদ বীজ ক্ষমা নেই হিংসার ।