KABYAPOT.COMকবিতা

_কবিতা_এ_কোন_অন্ধকার_ #_কলমে_গৌতম_দাশগুপ্ত

Spread the love

#_কবিতা_এ_কোন_অন্ধকার_
#_কলমে_গৌতম_দাশগুপ্ত_
#_তারিখ_১১_০৮_২০২৪_
___________________________

মোমবাতি নিভে গেছে,
কিংবা জ্বলে জ্বলে শেষ।
হয়তো বা জ্বলছে অন্য কোথাও
মোমবাতিটির অবশেষ।
আগুনঝরা মিছিল গেছে বনবাসে,
প্রতিবাদটুকু মাত্র বেঁচে আছে,
শুধু ঘরের মধ্যে ফেসবুকে বসে!!
দেখলাম তো যাদবপুরে,
ক’দিন বাদেই গেছে উড়ে,
এবার এলো আর জি কর,
ঠিক ভুলে যাবো ক’দিন পর!
অন্ধ মোদের দেশের আইন,
আমরা আছি কিন্তু ‘ফাইন’!
পথে নামতে আমাদের খুব ভয়,
শংকা মনে কী জানি কী হয়!
হেতাল পারেখে ছিলো ধনঞ্জয়,
এবার তবে কি এক সঞ্জয়!
এখানেও দেখি নানা দ্বন্দ্ব,
দেখেশুনে লাগে খুব ধন্দ!
খুঁজে মরি শুধু বুদ্ধিজীবী,
আমরা এতোই পরজীবী!
নিজ দলের হয়ে সদা ঝান্ডা ধরি,
অন্য দলকে তীব্র নিন্দা করি।
তখন কে, কী করেছি,
এখন সব বিলকুল ভুলেছি!
শুধু দেখি রাজনীতির চোখে,
ভুগি সবাই একই রোগে!
আসল যায় চাপা পড়ে,
আবার ঘটে ঘুরেফিরে!
নিভৃতে কাঁদে সুবিচার,
কোথায় হই তেমন সোচ্চার?
ঘরে বসে বিপ্লবী জ্ঞান দান,
এভাবেই সেজে হই মহান!
নিজের নেই এতোটুকু সততা,
নয় কি এটা চরম অসভ্যতা?
অসুস্থ আমাদের এই সমাজ,
আছে কি মোদের একটু লাজ?
দিব্যি মনের ঝাল মেটাই,
শুধু দোষারোপ করে যাই।
মনের ঝাল হয়তো মিটলো,
কাজের কাজ কি কিছু হলো?
এভাবেই যদি চলতে থাকবে,
কবি-কলম আর কতো বলবে!
এসো তবে একতার গান গাই,
সমাজের দুষ্ট ব্যাধি সারাই।

************

আরও পড়ুন প্রবন্ধ – ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ (প্রথম পর্ব)   ✍️ শৌভিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *