ফুল ও মৌমাছি
মনোরঞ্জন দাস
মৌমাছিটা উড়েই এলো
ফোটা ফুলের কাছে–
বললে অলি,আমি বন্ধু,
কথা নয় তো মিছে।।
‘তোমার কথা ঠিক নয় হে’,
বললে হেসে ফুল–
তুমি কথা মিথ্যা বলো,
বলো তুমি ভুল।
মধু খেয়ে তুমি পালাবে,
আর আসবে না–
আমার কথা তুমি মনে
একটু রাখবে না।
অনুরোধ করে অলি,
আমার কথা শোনো —
তোমায় আমি ভুলবো না,
আমার কথা মানো।।
মধু খেয়ে অলি নিজে
উড়ে চলে গেল–
গেলো সে ,সেই যে গেলো
আর না ফিরে এলো।
কবি পরিচিতি :
Dr. Manoranjan Das
Advocate: High Court, Calcutta
M. A. ( English & Economics), LL. B., B. Ed., Ph. D.
Ex- Headmaster Mahendranath Higher Secondary School, Kolkata- 700084
(Translator, Lyricist, Writer, Research Scholar, Social Activist )
Editor: The Future
Editor: Bhabitabya
Publisher: The Future Publications
President: The Future International Poetry
Society, Kolkata, W. B., India
President: The Atrocities Defence Committee ,Law Cell, High Court, Calcutta, W. B.
Books Written: In English-35 & In Bengali-07
Prize Received in Literature:From Foreign- 08 & From India -04
Address &Chamber : F-166,Baishnabghata Patuli Township, Kolkata-700094, W. B., India
E-mail:manoranjandas20018@gmail.com & manoranjan.fdas@yahoo.com
Specially related with :
Tomas Transtromer who received Nobel Prize in Literature in 2012
……………………………….