**স্বামী বিবেকানন্দ**
-হারাধন ভট্টাচার্য্য।
————————–
বিশ্ব বরেণ্য বিবেকানন্দ, সপ্তর্ষির দিব্যজ্যোতি রামকৃষ্ণের প্রিয় “নরেন”, বিবেক রথের যোগ্য রথী।
অন্ধ তিমির ভেদী, এলো ঐ তিমির বিদারী প্রাণ, ধ্যান-গম্ভীর দৃষ্টিতে যার, বিশ্ব আত্মার চির কল্যাণ।
স্বদেশ যার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী
জীবন-বেদের ছত্রে ছত্রে যিনি সর্বত্যাগী সন্ন্যাসী।
যার ধ্যানে ভারতবর্ষ, জ্ঞানে ভারত আত্মার বাণী
সেই মহা মানবেরে স্মরণ করি,চির বিষ্ময় মহাজ্ঞানী।
নর-নারায়ণ যার আরাধ্য দেবতা, ক্ষুধিতের আঁখিজল সমাজ ও স্বদেশ যেথা মহামানবের প্রেমের বেদীতল। অবহেলিত যারা, নীচ, মুর্খ, মেথর, চন্ডাল, ও চাষা , তোমার-ই আহ্বানে, মুক্তির গানে, জীবনের উচ্চাশা।
পা যার মাটির মন্দিরে, মন যার অনন্তের অন্তরে সেবার শাশ্বত মন্ত্রে, মহামিলনের সুর বাজে ওরে। বিবেক আর আনন্দের প্লাবনে প্লাবিত মুক্তির ব্রহ্মপুত্র
তিমির বিদারী জ্যোতির্ময়, প্রণমি চরণে হে ধ্রুব নক্ষত্র।
*******************************