কাব্যিকতা
(✍️ রুদ্র প্রসাদ।)
কোথায় হারিয়ে গেছে জীবনের সাথে নেচে সুখ
আগুন মাথাতে মেখে! করালে মাতন দেখে স্থির
কুসুমিত কোণ যেচে দ্রোহে হারা মৌলে বেঁচে মুখ
পরিণতি শ্লেষ চেখে মেঠোপথে অঙ্গ ঢেকে ধীর?
মোহে আদর অবাক কেবলে বাদল ডাক রোধী
পরী যে মেঘের পাশে, বাতিল স্বপ্নেরা হাসে যেন
বলে, ‘পিয়াসীরা থাক, আজ তবে হতবাক’, বোধী
রূপক হারায় শ্বাসে রাঙানো সলাজ ভাষে কেন?
ছুরিকা ফলায় হাসি অহমিকা সর্বনাশী বোঝা
একা টেনে যাবে বয়ে, খবরের মাঝে ক্ষয়ে কেউ
ভরা পেটের বিলাসী জোরে সৌরভ বাতাসী সোজা
গুনে রাখে শূণ্য লয়ে জলে যদি ওঠে ভয়ে ঢেউ!
শ্যামলে ধবল সঙ্ঘে অঘোরে অপোহ ভঙ্গে দ্রাব্য
ঘোলাটে চাঁদের রঙ্গে লেখা থাকে অনুষঙ্গে কাব্য।।