বিভাজন
ডঃ মহঃ তোহা সেখ
*********************
যারা যুগে যুগে
আনিল দেশ জাতি
ধর্মের বিভাজন
তারা কি নই এই
মানবতার অখন্ড
ধরাতলের দুশমন।
যারা করে বিভেদের
বিভাজন শিখ
হিন্দু মুসলমান
শুধাইয়া দেখ করে কি
তারা দেশ
জাতির সম্মান।
অস্থিত্বহীন ভন্ডবাজদের
ছলনা শূন্যের
হুংকার পদধ্বনি
বিশ্বগ্রহে মিথ্যা অসত্যর
গালভরা ফাঁকা
বুলির খুনোখুনি।
**************************************
কবি পরিচিতি:
কবি ডঃ মহঃ তোহা সেখ ১৯৮১ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আহিরনে জন্মগ্রহণ করেন। পিতার – ইয়াসিন সেখ এবং মাতা- আসেমা বিবি। তিনি ইলেকট্রনিকস ও কেবল লাইনের ব্যাবসা করেন। তিনি ব্যাবসা দেখাশুনার পাশাপাশি সাহিত্যচর্চা করেন। তাঁর লেখা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কবি হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। তাঁর লেখা একক গ্রন্থগুলি হল – পল্লীর ফুল(২০০২), নলেজ দর্পন(২০১৫), কথা ও কবিতা(২০১৯)। তিনি আন্তর্জাতিক পুরস্কার ‘ নীরেন্দ্রনাথ চক্রবর্তী’ ও ‘প্রভাকর’ সন্মাননা পেয়েছেন। তিনি ২০২০ সালে তাঁর ‘কথা ও কবিতা’ কাব্যগ্রন্থের জন্য সাম্মানিক ডক্টরেট(পি এইচ ডি) পেয়েছেন।