কবিতা : বসন্তের আনন্দ
কলম- রীতা বসু।
*******************-*****
শীতের শেষে, দখিন হাওয়া জানিয়ে দিল প্রাণে,
ওরে আমি এসে গেছি,
জেনে নে,তোরা জেনে নে।
সবাই হল মাতোয়ারা,
প্রাণ – মনে পাগলপারা,
বুঝতে নারে কি যে করে,
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
পলাশ,শিমুল, কৃষ্ণচূড়া,
খোঁপায় লাগায় কালো মেয়েরা,
ওরে কিরূপ যে ফুটে ওঠে,
বোঝাবো কি দেখেনি সেরূপ যে, তাকে।
এল হোলি, রঙের খেলা,
রঙে রঙে ভরল সবার মন,
আনন্দের এই নতুন বানে,
শরীর মন ভিজিয়ে নিয়ে,
পাই মোরা সে অমূল্য রতন।
বসন্ত বিদায় নিলে কি করি তখন,
অপেক্ষায় থাকি, গুনি প্রহ র
আবার কবে রঙিন হবে মন,
দিনগুলো হবে আবার চিরনূতন।
*****************************