Spread the love


কবিতা : নদীর সোজা পথ
কবি : দীপঙ্কর বর্মন

নদী তু‌ই যে মানলি নারে মানলি না বারন,
সোজা চলা তোর যে নেশা, তুই হলি কারণ।
এ কূল ও কূল দুকূল ভাঙিস,
নিজের মতো তুই তো চলিস,
ধ্বংস করেই করিস ভূমিক্ষয়;
তোর কারণে পায় যে ব্যথা গরীব দুখীজন।

সাধ্য তো নেই হার মানাতে, তোর প্রকোপের জয়,
সবাই মোরা চিন্তা করি, তোর কারণে‌ই ভয়।
কষ্ট পেয়েও সদাই থাকে,
মনের উপর ভরসা রাখে,
বেঁচে থেকে লড়াই করে যায়;
তোর চরণে পূজা করে তোর‌ই সাথীগণ।

সাধ করে সব ঘর বাঁধে রে, তোর তটেতে রয়,
তোর বুকেতে জীবন চালায়, তো বুকেতে লয়।
তোর থেকে নেয় জীবনী জল,
টলমলে জীবনের পল,
ধ্বংস হয়েও তবু তো পায় সুখ;
জীবন মরণ সবই বরণ জীবন-মৃত্যু ক্ষন।

========================

Advetisement :

VIP Tide Polyester 70 Cms Red Softsided Check-in Luggage with Corner Guards & Expander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *