সরল মানুষ
পদ্ম দীঘির পাড়ে সাঁওতালরা বাস করে| একতার শ্রেষ্ঠ তারা তাই তাদের আনন্দধারা| গাটের উপরে কাপড় পরে যায় যে তারা মাঠের ধারে| কি রোদ কি বৃষ্টি কাজগুলি শেষ করে| আবার দিনের শেষে সূর্য যখন পাহাড় ঘেঁষে আহারাদির শেষে নিত্যের বেশে| বটগাছটির পাশে ঢুলুক নিয়ে কাঁধে গামছা মাথায় বেধে| ডুম ডুম ডুম তালে হুরু হুরু বলে| একসাথে ঘাড় মিলিয়ে কোমর গুলি দুলে| খুশির গাড়ি নিয়ে আসে নিত্য থেকে তুলে| রংবেরঙের ফুলে সাজায়ে খোপার চুলে| আরো বাজে ঘুঙ্গুর বায়ু বয় শুর শুর| কখনো তাদের হয়না ভাত হাড়িয়া খেয়ে দিন কাটায় তবু তারা পাতেনা হাত| গন্ধ তাতে একটু আসে ভ্যান চাইওনা মুখ| হৃদয় নয় কুটিল তাদের সরল তাদের বুক|