Spread the love
❤️ভালোবাসা জাগে❤️

✍️চৈতালী রায়✍️
রাতের নির্জনতা নেমে এসেছে চুপি পায়ে
রাস্তার ধারের নিওন বাতিগুলো নির্বোধের মতো তাকিয়ে থাকে ।
মন্দির, মসজিদ, গীর্জা, বিহার – সকলেই ঘুমোচ্ছে ।
সকলের নিঃশ্বাসের শব্দ একই রকম ।
দখিনা বাতাস বইছে মৃদুমন্দ তালে
একজন মাতাল সারারাত জেগে থাকে ।
ধর্মের জিগির তোলা আগুনে জল ঢেলে নেভাতে চেষ্টা করে।
আরবের হাজার হাজার উট জ্বলজ্বল চোখে তাকিয়ে আছে ,
আমাজনে জীবকূল, গাছেদের আর্ত চিৎকারে মাতালটা দিশেহারা ,
আফ্রিকায় এখনও দাসপ্রথা আছে ,
আমাদের দেশে নিম্নবর্গীয়রা অস্পৃশ্য ,
ঋতুকালীন সময়ে মেয়েরা অচ্ছুৎ ,
ক্ষমতার অলিন্দে বাস করা পৃথিবীটা –
নিজেদের কবলে সবকিছু গ্রাস করতে চায় ,
এক থালায় ভাত খাওয়া দেখলে রাইফেল ধরে ,
মাতাল পিছিয়ে থাকা মানুষের শিরদাঁড়ায় হাত রাখে ,
বীজমন্ত্র আওড়ায় – জেগে ওঠো , এগিয়ে চলো।
আমাদের বরাদ্দ সাড়ে তিন হাত জমিতে শুধুই মাটি ।
আকাশ , বাতাস, মাটিতে সকলের সমান অধিকার।
সূর্য উঠলেই মাতাল দিকচক্রবালের সারিতে দাঁড়িয়ে
বলতে থাকে – নিপাত যাক মিথ্যে ধর্মের জিগির
সত্যি ধর্মে সুর বাজে, তাল বাজে , লয় বাজে , ভালোবাসা জাগে ।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *